ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আলী আকবর টুটুল

আপডেট : ০৯:২৩ এএম, শনিবার, ১৬ জুন ২০১৮ | ৮৬৯

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে নামাজ আদায় করেন।

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল সোয়া আটটা ও নয়টায় ঈদের আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। জেলা ছাড়াও বাইরের কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

ঈদের নামাজ শেষে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদে, শহরের আলিয়া মাদ্রাসা, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদসহ বাগেরহাট পৌরসভায় ৪৬টি ঈদের জামাতে হাজার হাজার মুসল্লিগন নামাজ আদায় করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত