রাষ্ট্র, গনতন্ত্র, রাজনৈতিক দল, আওয়ামী লীগের ইতিহাস, অর্জন, সাফল্যসহ নানা বিষয়ে আলোচনা

বাগেরহাটে ছাত্রলীগের নারী ও যুব সমাবেশ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:১৭ পিএম, রোববার, ৮ অক্টোবর ২০১৭ | ১২৭৭

ছাত্রলীগ

বাগেরহাটে নারী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরুল কায়েসের আয়োজনে প্রেসকাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাষ্ট্র, গনতন্ত্র, রাজনৈতিক দল, আওয়ামী লীগের ইতিহাস, অর্জন, সাফল্যসহ নানা বিষয়ে আলোচনা হয়।


ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগীতায় অনুষ্ঠিত নারী ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর আমেনা সুলতানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তাসবীর বাসার,উপ প্রচার সম্পাদক জুয়েল হাসান সাদ্দাম প্রমুখ।


বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অনেক রাজনৈতিক সচেতন। যারা সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত তাদের জন্য রাষ্ট্র, গনতন্ত্র, রাজনৈতিক দল, আওমীলীগের ইতিহাস, অর্জন জানা অত্যন্ত জরুরী।


মানুষের মাঝে দলের আদর্শ সঠিকভাবে পৌছে দেবার কৌশলগুলো সঠিকভাবে কাজে লাগাতে এ সমাবেশ অত্যন্ত সময় উপযোগী। নারী ও যুব সমাবেশে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত