কচুয়ার জনপ্রিয় ডা. তাপস আর নেই

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:৪২ পিএম, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ | ৪৯৫৭

বাগেরহাট জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাস মারা গেছেন। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি উপজেলার চরকাঠী দাসপাড়া এলাকার শরৎচন্দ্র দাসের ছেলে। বাগেরহাটের পলি কিনিকের সত্ত্বাধিকারী ডা. সুনীল কুমার দাসের ছোট ভাই। সে উপজেলার সাইনবোর্ড বাজারে অবস্থিত শরৎচন্দ্র মেমোরিয়াল কিনিক ও ডায়গনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ছিলেন। তিনি জয়িতা দাস (১৫) নামে এক কন্যা সন্তানের জনক ছিলেন।

ডা. তাপসের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি বাবুল সরদার, শেখ আহসানুল করিম, সহসভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তি, বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল সহ বাগেরহাটের স্থানীয় গন্যমান্য লোকজন হাসপাতালে ছুটে যান।


বৃহস্পতিবার বিকালে কচুয়া উপজেলার চরকাঠির নিজ গ্রামে তার শেষ কুত্য সম্পন্ন করা হবে।

এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কচুয়া ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত