৩লক্ষ  ৯০হাজার টাকা

বেতাগায় ৩০জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে চেক প্রদান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:০৩ পিএম, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ১০৪৪

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে সমাজসেবী ডাঃ আবু তালেব, শিনুরাগী হৃদয় রঞ্জন দাশ, শিল্পপতি এসএম আমজাদ হোসেন, শিল্পপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, শিানুরাগী কেশবলাল দাশ, প্রকৌশলী ড.সুবোধ কুমার দাশ, শিানুরাগী নগেন্দ্রনাথ দাশ ও জননেতা শেখ হেলাল উদ্দীন বৃত্তির ৩০জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে ৩লক্ষ ৯০হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৫টায় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।


স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও প্রকল্পের সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন।

সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অথিতি ছিলেন, লখপুর গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক শিল্পপতি এসএম আবুল হোসেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্য অমিত রায় চৌধুরী ও ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শিরিনা আক্তার।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রকল্পের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, প্রকল্প বাছাই কমিটির আহবায়ক শিাবিদ দাশ শিশির কুমার, মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, প্রধান শিক প্রদ্যুৎ কুমার দাশ, মাধ্যমিক শিক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আব্দুস সাত্তার, অভিভাবিকা মালেকা বেগম, শিক্ষার্থী রিপা রানী দাশ ও খালিদ হাসান প্রমুখ।

সভা শেষে ফকিরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ হতে উক্ত প্রকল্পে ১০হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় সমিতির কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা ব্যাবসায়ী সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত