বাগেরহাটে পবিত্র হজ্ব পালনে প্রশিক্ষণ কর্মশালা 

শেখ আহসানুল করিম

আপডেট : ০৩:০০ পিএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৭৮৭

বাগেরহাটে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ্বে গমনেইচ্ছুকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল হক।

ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাটের উপ-পরিচালক আল ফারুকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন, হাবের সিনিয়র সহ-সভাপতি মাও. ইয়াকুব আলী শরাফতী, বাগেরহাট কামিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. এমদাদুল হক, মুফতি মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঞ্জুরুল আলম প্রমুখ।

কর্মশালায় হজে¦ গমনেইচ্ছুকদের হজে যাত্রা পথে বিমানে, পবিত্র মক্কায়, মদিনা শরীফে করনীয় ও হজ পালনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।


বাগেরহাট জেলার সরকারী ও বেসরকারী ব্যবস্থপনায় পবিত্র হজে¦ গমনেইচ্ছুক দুই শতাধিক প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত