রামপালে উচ্চ ফলশীল জাতের ধানের উপর কৃষক মাঠ দিবস

এস এম সামছুর রহমান

আপডেট : ০২:১২ পিএম, বুধবার, ৪ জুলাই ২০১৮ | ১০১৯

বাগেরহাটের রামপালে উচ্চ ফলনশীল জাতের ধান (বিনা -১৪) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বুধবার সকালে আদাঘাট এলাকায় এই কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মোঃ আফতাব উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার রায়, রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শতরুপা সজ্জন, অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার সরদার, কৃষক গোপাল অধিকারী, শংকর অধিকারী প্রমুখ।


অনুষ্ঠানে উচ্চ ফলনশীল জাতের ধান (বিনা -১৪) এর চাষ, ফসল কর্তণ ও ড্রামে বীজ সংরক্ষনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। মাঠ দিবসের অনুষ্ঠানে রামপাল ওই এলাকার দেড় শতাধিক জন কৃষক-কৃষানী অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত