অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে বন্দুকযুদ্ধে এক বনদস্যূ নিহত

মহিদুল ইসলাম,শরণখোলা

আপডেট : ০২:২১ পিএম, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ১৪৩৭

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক (২৬ বছর) বনদস্যূ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়ার শৌলা নদী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ২টি রামদা, ৩১ রাউন্ড বন্দুকের তাজাগুলি ও বিভিন্ন মালামাল উদ্ধার করে র‌্যাব।


বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যূ বাহিনীর অবস্থান গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পেরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। বনদস্যূ বাহীনি র‌্যাবের অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘন্টা ধরে গুলি বিনিময়ের পর দস্যূরা গহীন বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এক দস্যুর গুলিবিদ্ধ মরদেহ, অস্ত্র, গুলি ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তবে মৃত দস্যূর কোন বাহিনীর সদস্য বা তার নাম পরিচয় জানাতে পারেননি র‌্যাব।



শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন বাদী হয়ে দুইটি মামলা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহট মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত