মানববন্ধন আলোচনা সভা

মোরেলগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০৪:৩৫ পিএম, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭ | ১১১১

মানববন্ধন আলোচনা সভা

মোরেলগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে র‌্যালি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা চত্বরে মানববন্ধন ও অফিসার্স কাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, খাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার আব্দুল ওহাব হাওলাদার।


সভায় বক্তারা বলেন, ২১ ও ১৮ বছরের নিচে ছেলে মেয়েদের বিবাহ দেয়া আইনত দন্ডনীয়। ইদানিং মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রবনতা বেড়ে গেছে। এর সাথে সংশ্লিষ্টরা আইনের চোখ ফাঁকি দিয়ে এসব কাজ লাঘামহীন চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বক্তারা অভিভাবক সহ সমাজের সকলকে সচেতন থাকার আহবান জানান।


সভায় সরকারি বেসরকারি সংস্থা, সুধীজন, ইউনিয়ন চেয়ারম্যান ,সাংবাদিক সহ স্কুল কলেজের শিক্ষার্থী অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত