৩৮ ঘন্টা পর জেলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

মংলা প্রতিনিধি

আপডেট : ১০:৩০ পিএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ১০৮৬

মংলায় জয়মনিরঘোল এলাকায় কুমিরের আক্রমনে নিঁেখাজ জেলে নজির মৃধার লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। গত ৩৮ ঘন্টা পর বনের আন্দারমানিক ফরেষ্ট অফিসের নিচে ভাইজোড়া খাল এলাকা থেকে ক্ষত বিক্ষত এ লাশ উদ্ধার করা হয়েছে।


মংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নজির মৃধা (৫৬) নামের এক জেলেকে কুমিরে আক্রমন করে। মুহুর্তের মধ্যে কুমিরের মুখে করে তাকে পানির নিচে নিয়ে যায়। স্থানীয় জেলের মুখে খবর পেয়ে পুলিশ,বন বিভাগ ও স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য তল্লাশী শুরু করে। কিন্ত ওই দিন রাত ১২টা পর্যন্ত খুজে না পেয়ে ফিড়ে আসতে হয়েছে। পরের দিন ও রাত পর্যন্ত খোজা-খুজি করেও পাওয়া যায়নি। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জয়মনির লঞ্চঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে আন্দারমানিক ফরেষ্ট অফিসের নিচে ভাইজোড়া খাল এলাকায় স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।


পুলিশ গিয়ে দুই হাত ও দু’পা বিহীন ক্ষত বিক্ষত জেলে নজির মৃধার লাশ উদ্ধার করে। এব্যাপারে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত