সংরক্ষিত নারী আসন আগামী ২৫ বছর সংরক্ষনের প্রতিবাদে

বাগেরহাটে নারীদের মানববন্ধন

আলী আকবর টুটুল

আপডেট : ০১:৪৩ পিএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৬৩৫

জাতীয় সংসদে সংরক্ষিত নারীয় আসন আগামী ২৫ বছর করার প্রতিবাদে এবং সংসদে নারী আসনে সরাসরি নির্বাচন ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট প্রেসকাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়।


মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আহমেদ, সহ-সভাপতি সালমা নাসরিন পলি, নারীনেত্রী ফরিদা বানু লুসি, তহুরা হোসেন, সোনালী সোম প্রমুখ।


জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন আগামী ২৫ বছর পর্যন্ত সংরক্ষনের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, নারীদের অব মূল্যায়ণ করা চলবে না। নারীদের মর্যাদা বৃদ্ধির সার্থে জাতীয় সংসদে নারী আসনে সরাসরি নির্বাচন ও আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত