মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১১:০০ পিএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৫৬৮

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ ইং উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য এক র‌্যালী বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের দিঘীতে মাছের পোণা অবমুক্ত করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিনুল আলম ছানা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশিদ।


এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, মুন্সি তানজিল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসান, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান বি,এম,বি, জামান সাইফুল, মোঃ বাবলু মোল্লা, শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, সাংবাদিক মোঃ জেহাদ সিকদার, মিয়া পারভেজ আলম, মোঃ তকিবুল ইসলাম, প্রধান শিক্ষক এস,এম ফরিদ আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্য চাষী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজ কুমার বিশ্বাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত