ভাষা সৈনিক ও সাহিত্যিক ড. হালিমা খাতুনের স্বরণসভা

আলী আকবর টুটুল

আপডেট : ০৫:২৬ পিএম, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৬১৩

বাগেরহাটে ভাষা সৈনিক, বিশিষ্ট্য শিশু সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা ড. হালিমা খাতুনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে হালিমা খাতুনের জন্মস্থান বাগেরহাট শহরের বাদেকাড়াপাড়া ঈদগাহ মাঠে এ স্মরণ সভা হয়।বাদেকাড়াপাদা পল্লী মঙ্গল সমিতির আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা, এমপি।

বাদেকাড়াপাড়া পল্লী মঙ্গল সমিতির সভাপতি মহিতুর রহমান পল্টনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নারগিস পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার শাহদাত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রবীন আইনজীবী জাহাঙ্গীর আলী বাবু, বাগেরহাট প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাগেরহাটের কৃতি সন্তান ড. হালিমা খাতুন ছিলেন দেশের অন্যতম খ্যাতিমান মানুষ। সারা জীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন তিনি। ভাষা আন্দোলনে তার অসামান্য অবদান সারাজীবন এ জাতি মনে রাখবেন। এছাড়াও স্মরণ সভায় বাগেরহাটের বরেন্য ব্যক্তিত্ব অধ্যক্ষ গুল-আরা বেগমকে স্মরণ করেন উপস্থিত সকলে। স্মরণসভা শেষে উপস্থিত সকলে ড. হালিমা খাতুন ও অধ্যক্ষ গুল-আরা বেগমের রুহের মাগফিরত কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত