পাওয়ার প্লান্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুলে

রামপালে শিক্ষা উপকরণ বিতরণ

কামরুজ্জামান জসিম

আপডেট : ০৪:০২ পিএম, বুধবার, ৮ আগস্ট ২০১৮ | ৯২১

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড এর উদ্যোগে রামপাল উপজেলার বিভিন্ন স্কুলে পানির বোতল, স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়। উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ৪টি স্কুলের ৮শ শিক্ষার্থী-শিক্ষকের হাতে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, প্রকল্প পরিচালক এস সি পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা কাজী নজরুল ইসলাম, ব্যাপস্থাপক জনসংযোগ আনোয়ারুল আজিম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এবং খুলনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু বক্তৃতা করেন।

উল্লেখ্য, কমিউনিটি ডেভোলপমেন্ট কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন সময়ে আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত