সহিংসতা পরিহার ও শান্তি প্রতিষ্ঠায়

শরণখোলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ১১:০৬ পিএম, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮ | ২০৪৮

শরণখোলায় সহিংসতা পরিহার ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি স্বাক্ষর বিষয়ক মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় দি হাঙ্গার প্রোজেক্টের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা অনুষ্ঠিত হয়।


এসপিএল’র উপজেলা সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভ্য়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম,এ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা কামন্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, জাতীয় পার্টির (এ.) সভাপতি গাজী বদিউজ্জামান আবু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।


এছাড়া, দি- হাঙ্গার প্রোজেক্টের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সাবেক অধ্যক্ষ যথাক্রমে আব্দুস ছাত্তার আকন, ওয়ালিউর রহমান, প্রেসকাবের সভাপতি বাবুল দাস, সুজনের সভাপতি সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, সাধরাণ সম্পাদক মো. রুহুল আমীনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাঙ্গার প্রোজেক্টের জেলা সমন্বয়কারী উত্তম কুমার দত্ত। সভায় রাজনৈতিক সহিংসতা বন্ধ করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় উপস্থিত সবাই ঐক্যমত পোষন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত