বাগেরহাটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত

এস এম সামছুর রহমান

আপডেট : ১০:০৭ এএম, বুধবার, ২২ আগস্ট ২০১৮ | ৭৬৮

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল- আযহা পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ষাটগম্বুজ মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের দ্বিতীয় অনুষ্ঠিত হয়। জেলার বাইরে থেকেও শত শত মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন।


মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহীন হোসেন, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তারা ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।


ঈদের জামাতে, সরকার, দেশ ও জাতীর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।


এছাড়া জেলার অন্যান্য ঈদগাহ এবং বিভিন্ন জামে মসজিদে শান্তিপূর্ন পরিবেশে নির্ধারিত সময়ে পবিত্র ঈদ-উল- আযহার জামাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত