একই পরিবারের ৪জনকে

মোরেলগঞ্জে অজ্ঞান করে সর্বস্ব লুট

মেহেদী হাসান লিপন

আপডেট : ০৬:২৭ পিএম, সোমবার, ২৭ আগস্ট ২০১৮ | ৬১৮

মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশ্চিম বরিশাল গ্রামের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট হয়েছে। সোমবার সকালে অজ্ঞান অবস্থায় তাদের পাশর্^বর্তী শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো, পল্লী চিকিৎসক ডাঃ আব্দুস ছালাম (৬৫), স্ত্রী মমতাজ বেগম (৫০), ছেলে মামুন (৩৬) ও পুত্রবধূ শাহিনা আকতার(২৫)।


জানা গেছে, ঘটনার আগের দিন রোববার সন্ধ্যার কোন এক সময় কে বা কাহারা ভাতের সাথে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দেয়। রাত ১০ টার দিকে ডাঃ আব্দুস ছালাম সহ সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দুষ্কৃতকারীরা ভোর রাতে ঘরে ঢুকে স্বর্নালংকার ও নগদ টাকা সহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। সকালে ছোট ছেলে মাসুদ শ^শুর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে ঘটনাটি জানতে পেরে অজ্ঞান পিতা মাতা সহ ৪ জনকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে ভাত না খাওয়ার কারনে নাতনী ফরজানা (৬) সুস্থ রয়েছে।


শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমদ্দার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন,তাদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত