হযরত খানজাহানের মাজার এলাকায়

বাগেরহাটে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

শেখ আহসানুল করিম

আপডেট : ০২:২৭ পিএম, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | ১৫২৮

বাগেরহাটে বটগাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৭০) বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হযরত খানজাহানের (রহ.) মাজার মোড় এলাকার একটি গাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের ময়না তদন্ত করতে পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, সকালে স্থানীয় লোকজন হযরত খানজাহান (রহ.) মাজার মোড় বটগাছে গলায় রশি দিয়ে ঝুলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার গায়ের রং শ্যামলা, মুখে লম্বা সাদা দাড়ি, পরণে চেক লুঙ্গি ও স্যান্ড গেঞ্জি রয়েছে। হযরত খানজাহান (রহ.) মাজার পবিত্র এবং দর্শণীয় স্থান। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে থাকেন। দুরের কোন লোক এসে আতœহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয় লোকজন তাকে চিনতে পারছে না। কেন তিনি আতœহত্যা করলেন এবং তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত