চিতলমারীতে শত্রুতার বলি ২০০ সবজি গাছ

এস এস সাগর,চিতলমারী

আপডেট : ০৬:৩৬ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৩৪০৮

চিতলমারীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ধরে এক দরিদ্র কৃষক পরিবারের ২০০টি সবজির গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পূর্ব খলিশাখালী গ্রামের মৃণাল কান্তি রানার ঘেরের পাড়ের ২শ করল্লা ও চাল কুমড়ার গাছ কেটে ফেলে প্রতিবেশী হেমান্ত মজুমদারের ছেলে সমীর মজুমদার। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


বুধবার বিকালে মৃনাল কান্তির স্ত্রী পুষ্প রানী রানা কান্নাজড়িত কন্ঠে স্থানীয় সাংবাদিকদের জানান, দীর্ঘদিন আগে একটি জমি ক্রয়ের জন্য তার স্বামী মৃনাল কান্তি রানা বায়নাপত্র করেন। এ জমির ঘেরের পাড়ে ২০০ টি করল্লা ও চালকুমড়ার গাছ লাগানো ছিল। কিন্তু প্রতিবেশী সমীর মজুমদার প্রতারণার মাধ্যমে জমিটি কিনে ঘেরের পাড়ে থাকা সকল সবজির গাছ কেটে দেয়। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিকে জানানো হয়েছে।


স্থানীয় ইউপি সদস্য পরিমল হীরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মৃনাল কান্তি রানা প্রায় ২০০টি সবজির গাছ কেটে দেয়। তবে যে জায়গায় গাছ লাগানো ছিলো সে জমিটি কয়েকদিন আগে সমীর মজুমদার কিনে নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত