বাগেরহাটে শ্রমিকলীগের কার্যালয়সহ আটটি দোকান ভষ্মিভূত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:১০ পিএম, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | ৭৪৪

বাগেরহাটে শ্রমিকলীগের কার্যালয়সহ আটটি দোকান ভষ্মিভূত

বাগেরহাটে আগুনে জাতীয় শ্রমিকলীগের কার্যালয়সহ আটটি দোকান পুড়ে গেছে। বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুনে অন্তত ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন।

পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, সরোয়ার পাইকের সাইকেল পার্টের গ্যারেজ, হেকমত শেখের পার্টের দোকান, এনায়েত শেখের বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, একরাম শেখ, হাসান শেখ ও আসায়েত ব্যাপারীর মুদি ও চায়ের দোকান, দেলোয়ার খানের পান ও চায়ের দোকান এবং ইউনিয়ন শ্রমিকলীগের কার্যালয়।

দেপাড়া বাজার কমিটির সভাপতি খান সোহরাব হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বুধবার রাতে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত পৌনে এগারোটার দিকে হঠাৎ করে দেপাড়া বাজারে আগুন লাগে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাজার কমিটির পক্ষ থেকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে দেপাড়া বাজারের শ্রমিকলীগের কার্যালয়সহ ছোটবড় মোট আটটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।


বাগেরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সোয়াইব হোসেন মুন্সি বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, দেপাড়া বাজারের আসায়েদ ব্যাপারীর মুদি ও চায়ের দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ওই দোকানীর দোকান থেকে সর্ট সার্কিট থেকে আগুন লাগে পরে তার দোকানে চা তৈরির জন্য রাখা এলপিজি গ্যাসের সিলিন্ডারে লেগে তা বিষ্ফোরিত হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে। ওই আগুনে দেপাড়া বাজারের শ্রমিকলীগের কার্যালয়সহ মোট আটটি দোকান পুড়ে যায়।


তিনি আরও বলেন, বাগেরহাট শহরসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি চায়ের দোকানগুলোতে এলপিজি গ্যাসের ব্যবহার বেড়ে গেছে। এই চায়ের দোকানীদের গ্যাসের ব্যবহারে অসাবধনতা রয়েছে। এই গ্যাস ব্যবহারে তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত