সরকারি প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধির লক্ষে বাগেরহাটে কাইযান সম্মেলন অনুষ্ঠিত

আলী আকবর টুটুল

আপডেট : ০৫:৩৭ পিএম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫১

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধির লক্ষে বাগেরহাটে কাইযান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ এমডি গোলাম ফারুক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে সরকার টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনের জন্য কাজ করছে। এর মূল লক্ষ্য হচ্ছে মান সম্মত শিক্ষা নিশ্চিত করা। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমাজের সমন্বয় করতে হবে। শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিসের জন্য কাজ করতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ও বাস্তবমুখী কাজের সাথে মিলতে হবে। আর এ জন্য নায়েম সর্বোচ্চ চেষ্টা করছে।

নায়েমের সহকারী পরিচালক ড. কল্যানি নন্দীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন নায়েমের সমন্বয়ক অধ্যাপক ড. খান মাইনুল, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বসু।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিন হোসেন, সিভিল সার্জন অরুন কুমার মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মল্লিক রুহুল আমিন, জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম, সরকারি পিসি কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক মোঃ তানজির মোড়লসহ বাগেরহাট জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে জেলা সমবায় অফিস, নির্বাচন অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারি সেবা বৃদ্ধির জন্য গৃহিত প্রকল্পের ভিডিও চিত্র উপস্থাপন করেন।

বক্তারা বলেন, দেশের সকল মানুষের শ্রদ্ধা ও সম্মান বৃদ্ধির জন্য কাজ করে কাইযান। নায়েম তার প্রশিক্ষনার্থীদের সবার আগে ভদ্রতা শেখায়। সকলকে সম্মান করা আমাদের মূল উদ্দেশ্য। আর কাইযান সম্মেলনের মাধ্যমে নায়েম সরকারের বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান বৃদ্ধির জন্য চেষ্টা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত