বাগেরহাটে সেতু ভেঙ্গে নছিমন খালে, নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২১ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৪৭০২

বাগেরহাটে সেতু ভেঙ্গে নছিমন খালে পড়ে নিরিপেন (২৫) নামে নারকেল ব্যবসায়ী মারা গেছে। এসময় বাপ্পি ও শহিদুল নামে দুইজন আহত হয়েছেন। রবিবার বিকেলে সদর উপজেলার দেপাড়া-সাজোখালী সেতু ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

নিরিপেনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া গ্রামে। আহত বাপ্পি ও শহিদুল কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামের আ. রহিম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, নারকেল ব্যবসায়ী নিরিপেন সদর উপজেলার বেশরগাতি থেকে নারকেল ক্রয় করে কচুয়া নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেপাড়া-সাজোখালী সেতুতে ওঠার আগে পিছন দিয়ে ঠেলে সেতুর উপর নছিমন উঠাচ্ছিল নিরিপেন। সেতুর একতৃতীয়াংশ নছিমন গেলেই সেতুটি ভেঙ্গে যায়। নিরিপেন খালের মধ্যে পরে যায়। তখন এলাকাবাসী আধাঘন্টা তল্লাসি চালিয়ে খাল থেকে নিরিপেনের মরদেহ উদ্ধার করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, জরাজীর্ণ দুর্বল সেতুটিতে নারকেল বোঝাই নছিমন নিয়ে ওঠার সাথে সাথে সেতুটির একটি অংশ ভেঙ্গে খালে পরে যায়। এতে নিরিপেন নামে একজন মারা যায় এবং দুই জন আহত হয়।আহতরা স্থানীয় চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত