পাত্রী চাই

মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস

আপডেট : ০৪:৪৩ পিএম, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮ | ১৩৭৪

বয়স হয়েছে আমার উপযুক্ত
লেখাপড়াও করেছি মেলা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত
কত কত ডিগ্রী পেলাম
লেখাপড়া করেই এমন জীবন কাটিয়ে দিলাম
তাই এবার বাজবে একটু সানাই
আমি হব জামাই।
পাত্রী হবে সে রকম ফর্সা যেন রূপালি চাঁদ
দেখলে তাকে জুড়িয়ে যাবে প্রাণ
প্রতিক্ষণ যেন জ্যোৎস্নারাত।
লম্বা হবে ফেরাঊন মার্কার
বউ যেন নয়
আমার শত তলা দালানঘর।
নামিদামি বিশ্ববিদ্যালয়ে করবে সে লেখাপড়া
বংশ থেকে শুরু করে
সবকিছুতে হবে সে রকম আগাগোড়া।
আমি পাত্রীর জামাই
ঢাকা শহরে রিক্সা চালাই
চাকুরী করবনা ভালো লাগেনা তাই
চাকুরী-বাকুরীতে থাকবেনা মোর স্বাধীনতাটাই।
এদিকে দশ টাকার লটারী ধরেছি যাব- আমেরিকা
দেখতে আমি অনেক ভালো কেউ কেউ বলে কা..কা..
তবু আমার বিন্দুমাত্র অহংকার নাই
আমি পাত্রীর হবু জামাই।
বয়স হয়েছে উপযুক্ত
লেখাপড়াও করেছি মেলা....
(আমাদের সমাজে এমন এক শ্রেণির মানুষ আছে যারা নিজেদের তেমন কিছু না থাকা সত্ত্বেও অন্যের কাছ থেকে অনেক বেশি পেতে চান এবং নিজেকে নিয়ে খুব গর্ব করেন)
লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস

শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় .

আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাবি.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত