বাগেরহাটে বাস ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫৭ পিএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ৮৪৩

বাগেরহাটে বাসে মাদক সেবন ও যন্ত্রাংশ চুরিতে বাধা দেয়ায় শ্রমিকদের মারধর করার প্রতিবাদে বুধবার সকাল থেকে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় দুপুরে বন্ধ হওয়া ৪টি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বুধবার (৩ অক্টোবর) সকালে বাগেরহাট আন্ত:জেলা বাসমিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। এ ধর্মঘটে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা এবং বাগেরহাট-রুপসা রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আবু বক্কর বলেন, ধর্মঘটের কারনে যাত্রীরা দুর্ভোগে পড়েন। দুর্ভোগ কমাতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। এখন সব রুটেই আমাদের শ্রমিকরা বাস চালাচ্ছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত