স্মরন সভায় ড. কাজী মনির

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৪৮ পিএম, শনিবার, ২১ অক্টোবর ২০১৭ | ২১২৮

ড. কাজী মনিরুজ্জামান মনির

মরহুম অলি আহাদ ও মরহুম পিয়াস করিম এর মৃত্যুবার্ষিকী উপলে স্মরন সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির। তিনি বলেন, অলি আহাদ ছিলেন একজন আপোষহীন রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। অলি আহাদ লোভী ছিলেন না, ছিলেন আপোষহীন, এরশাদের আমলে অনেক লোভনীয় প্রস্তাব থাকলেও তিনি নেননি। অলি আহাদ ভাষা আন্দোলনে গ্রেপ্তারে কারাগারে যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে চিরদিনের জন্য বহিস্কার করেন, ৫৮ বছর পর ২০০৬ সালে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। তিনি স্বাধীনতা পুরস্কার পান ও তার বহু ইতিহাস ভিত্তিক পুস্তক রয়েছে। অন্যদিকে পিয়াস করিম একজন অভিজ্ঞ অধ্যাপক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন।

শনিবার বিকাল ৫টায় জাতীয় প্রেস কাবের কনফারেন্স হলে নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামান হায়দার, আবু নাসের

রহমত উল্লাহ, ইসমাইল তালুকদার খোকন, এম এ হান্নান প্রমুখ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত