রামপালে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

স্বামীর বালিশ চাপায় হত্যার অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা 

আপডেট : ০৪:৫১ পিএম, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭ | ১০৫৩

গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

মানসুরা বেগম (২৭) নামের এক গ্রহবধুর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টায় মোংলার দিগরাজ এলাকার ফিশারী কোয়ার্টারে। রামপাল থানা পুলিশ খবর পেয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতের মাতা আলেয়া বেগমের বক্তব্য সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার হুড়কা গ্রামের মুজিবর রহমানের মেয়ো মানসুরার সাথে তিন বছর পূর্বে পারিবারিকভাবে বরগুনার বেতাগী উপজেলার জুতা ব্যবসায়ী ইসমাইল হাওলাদার লাভলু (৪০) এর সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর নিহতের স্বামী লাভলু অস্বাভাবিক আচারণ শুরু করে। এক বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে স্বামীর সাথে ঝগড়া হলে সে তার স্ত্রী মানসুরাকে বালিশ চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে তার স্বামী রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করলে সে দ্রুত পালিয়ে যায়। তার স্বামী লাভলু দাবি করেন তার স্ত্রী ঘরের বাসার আড়ার সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে রামপাল থানার এসআই প্রবীর জানান। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি মোংলা থানার আওতাধীন, ভিকটিমের পরিবারকে সেখানে গিয়ে রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত