বাগেরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৪১ পিএম, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ | ১০৩৫

বাগেরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব ২১) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস মঙ্গলবার সকালে এই আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শাহাদত হোসেন প্রমুখ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা, মংলা ও রামপাল উপজেলার মোট ৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রবিন লীগ পদ্ধতিতে মোট ৪টি খেলা নিষ্পত্তি হয়।

এ খেলায় বাগেরহাট সদর (৩৮) মোল্লাহাট উপজেলা দলকে (৩৬) ২ পয়েন্টে পরাজিত করে। অপর তিনটি খেলায় মংলা উপজেলা (৩৫) ২০ পয়েন্টে রামপালকে, ফকিরহাট উপজেলা (৩৫) মোড়েলগঞ্জ উপজেলাকে ২৮ পয়েন্টে এবং কচুয়া উপজেলা (৪৪) চিতলমারী উপজেলাকে ১১ পয়েন্টে পরাজিত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত