বাগেরহাটের বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার সম্পন্ন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৪১ পিএম, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ | ১৪২০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাটের ৪টি আসনের বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহন করা হয়।

বিএনপির এ মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির স্থায় কমিটির সদস্য ড.খোন্দকার মোশারফ হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,নজরুল ইসলাম খান ও বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম চৌধুরী।

দুই ভাগে বিভক্ত করে বাগেরহাটের ১ ও ২ আসনের প্রার্থীদের প্রথমে ও শেষে ৩ ও ৪ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। বাগেরহাট জেলার ৪টি আসনের উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরা হলেন,


বাগেরহাট -১ (চিতলমারী-ফকিরহাট-মোল্লাহাট) আসন: সাবেক এমপি শেখ মজিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু, কেন্দ্রীয় জাসাস নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন, জেলা বিএনপির সহ-সভাপতি ও প্রধান প্রকৌশলী (নৌ) মাসুদ রানা, চিতলমারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, মোল্লাহাট উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট উপজেলা চেয়াম্যান বিএনপি সভাপতি নেতা শরিফুল কামাল কারিম, চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডা ও বিএনপি নেতা ব্যারিষ্টার ফিরোজ হাসান।


বাগেরহাট -২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন: জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এটিএম আকরাম হোসেন তালিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জাকির হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদল সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন ও ষাটগুম্বজ ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন। তবে জেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দূর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাথে সাজাপ্রাপ্ত খান মনিরুল ইসলাম জেল হাজতে থাকায় তিনি উপস্থিত ছিলেন না।


বাগেরহাট -৩ (রামপাল ও মোংলা) আসন: সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কৃষিবীদ মো. শামিমুর রহমান শামিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু, মোংলা পৌর মেয়র মো. জুলফিকার আলী, রামপাল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরদার ওজিয়ার রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা শেখ আ. হালিম খোকন, সাবেক ছাত্রদল নেতা মো মঈন উদ্দিন, রামপাল উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, কেন্দ্রীয় মহিলাদল নেত্রী আয়শা সিদ্দিকা মনি, রামপাল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনু, মোংলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাওলাদার আ. মান্নান ও সাবেক ইউপি চেয়ারম্যান হাওলাদার গোলাম সরোয়ার।


বাগেরহাট -৪ (শরণখোলা ও মোরেলগঞ্জ) আসন: বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির,বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, শরিফ মোস্তফা জামাল লিটু, দলের কেন্দ্রীয় নেত্রী ফারজানা তালুকদার নিপা, মনিরুল হক ফরাজী, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা খায়রুল ইসলাম খালিদ, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবুল, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, মিজানুর রহমান শিকদার, শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত