অক্ষত কোরআন শরীফ

বাগেরহাটে তিনটি বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:১৭ পিএম, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮ | ৯৩৪

মোল্লাহাটে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে জাহিদ মোল্লা ও তার পিতা লুৎফর মোল্লার ৩টি ঘর পুরে যায়। তবে পুড়ে যাওয়া ঘরে পবিত্র কোরআন শরীফ থাকলে সেটি অক্ষত অবস্থায় রয়েছে।


ক্ষতিগ্রস্থরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, রাতে রাইচ কুকারে ভাত তুলে দিলে কিছুক্ষনের মধ্যে রাইচ কুকার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। চিৎকারে লোকজন আসতে আসতে আগুন সম্পূর্ন ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতেই ৩ টি ঘর ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরের সকল মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


অগ্নিকান্ডে খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত