নির্বাচন উপলক্ষে বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩৪ পিএম, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ৬৭৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. মোঃ শামসুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৬ এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ নুরুজ্জামান আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মোল্লা আবু সাইদ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মাদ ফরিদ উদ্দিন, র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদ, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল আসিফ, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এস মেহেদী আজম, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুব আলম, বর্ডার গার্ড বাংলাদেশের লে. কর্নেল মোস্তফা আসাদ ইকবাল, ডিজিএফআই এর সহকারি পরিচালক খন্দকার আরিফুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহকারি পরিচালক মোঃ হেমায়েত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার উপস্থিত ছিলেন।

সমন্বয় কমিটির সভায় উপস্থিত কর্মকর্তারা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আন্তরিক হয়ে কাজ করার কথা বলেন। রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের সব ধরণের ব্যবস্থা রয়েছে। জেলা সমন্বয় কমিটির সকল সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত