চিতলমারীতে ৩০ হাজার একর জমিতে বোরো ধান চাষে ব্যস্ত কৃষক

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ০৬:১৪ পিএম, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯ | ১৭৩১

চিতলমারী উপজেলার প্রায় ৩০ হাজার একর জমিতে বোরো ধান চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। প্রচন্ড শীতের কাকডাকা ভোর থেকে সন্ধ্যা অব্দি তারা একটানা খেটে চলেছেন। বসে নেই পরিবারের মেয়ে-গৃহবধু ও ছোট্ট শিশুরাও। সবাই ব্যস্ত কাজে, এতটুকু ফুসরত নেই কারো।

এলাকা ঘুরে জানা গেছে, কৃষি অধ্যুষিত এ অঞ্চলের চাষিদের ভাগ্য মুলত বোরো ধান চাষের উপর নির্ভরশীল। ধান চাষ করেই তারা পরিবারের ধারদেনা ও ঋণের বোঝা কমান। তাই ধান চাষকে এ উপজেলার কৃষকরা অর্থনৈতিক মেরুদন্ড হিসেবে মনে করেন। ধান চাষ মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকলে ধানের বাম্পার ফলন হয়। ক্ষেত যেমন রোগ-বালাই কম হয় তেমনি কম হয় পোকার উপদ্রব। তাই বসে নেই কেউ। পরিবারের মেয়ে-গৃহবধু ও ছোট্ট শিশুরাও ব্যস্ত কাজে ।

পাটরপাড়া গ্রামের কৃষক শওকাত বিশ্বাস, মুজিবর বিশ্বাস, সুরশাইলের শুধাংশু মন্ডল, মুন্না শেখ, কুরমনির রেজাউল খান, বুদ্ধ বসু, পরিমল বিশ্বাস, উত্তম বসু, শ্রীরামপুরের নিমাই মন্ডল, বোয়ালিয়ার টিটব বিশ্বাস ও খড়মখালীর পরিমল মজুমদারসহ অসংখ্য কৃষক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ বছর চাষিরা স্বতস্ফুর্তভাবে ধান চাষ করেছেন। এখানকার মানুষ ধান চাষে কষ্ট অনুভব করে না। তারা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বোরো ধানের চাষ শুরু করেছেন। কঠিন পরিশ্রমের ফসল গোলায় ওঠার আশায় কাজ করছেন তারা।


চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ বছর উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ব্লকের সংখ্যা ২১ টি। এরমধ্যে বড়বাড়িয়া ব্লকে এক হাজার ৯০১ একর, হাড়িয়ারঘোপ ৯২৬ একর, মাছুয়ারকু এক হাজার ৮৭৭ একর, কলাতলা এক হাজার ৩৫৮ একর, রহমতপুর এক হাজার ২৯৬ একর, শৈলদাহ এক হাজার ৩০৯ একর, হিজলা এক হাজার ৯৯ একর, কুড়ালতলা এক হাজার ৩৩৩ একর, শান্তিপুর এক হাজার ১৯৭ একর, শিবপুর ৬১৭ একর, বড়বাক ৬১৭ একর, চিতলমারী দুই হাজার ৭৪ একর, শ্রীরামপুর ৩ হাজার ৩০৯ একর, রায়গ্রাম ৩ হাজার ৮০৩ একর, চরবানিয়ারী ৯৮৮ একর, খড়মখালী এক হাজার ১১১ একর, চরডাকাতিয়া ৯২৬ একর, সন্তোষপুর ৭৯০ একর, দড়িউমাজুড়ি এক হাজার ২২২ একর ও কচুড়িয়া ব্লকে ৯৬৩ একর মোট ২৯ হাজার ৪৩০ একর জমিতে বোরো ধানের চাষ করা হয়ে থাকে। তারমধ্যে ২৮ হাজার ৬৬০ একর জমিতে হাইব্রিড, উফশী ৬৫২ ও স্থানীয় জাতের ধান ১১৮ একর জমিতে চাষাবাদ হয়। আর প্রতিটি ক্ষেতেই বোরো ধানের বাম্পার ফলন হয়ে থাকে। সে লক্ষে এবারও কৃষকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে বোরো ধান চাষে লেগে পড়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত