মোল্লাহাট প্রেসক্লাবে 

মোল্লাহাটে হয়রানী হতে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৯:২৬ পিএম, রোববার, ২০ জানুয়ারী ২০১৯ | ৪৬১

সীমাহীন হয়রানী হতে মুক্তিপেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করে প্রেসক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার।

রবিবার সকাল সাড়ে ১০টায় প্রেসকাব মোল্লাহাটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানাযায়-মোল্লাহাট উপজেলার কাঠাদুরা গ্রামের ওমান প্রবাসী নুরমোহাম্মাদ মোল্লা তার একখন্ড জমিতে কেবল মানবিক কারণে সাময়িক বসবাস করতে দেন জনৈক হোসেন আলী মিস্ত্রি ও তার পরিবারকে। কিছুদিন থাকারপর ওই জমি আত্নসাতের জন্য বিভিন্ন ধরনের কৌশল করতে থাকে ওই পরিবারটি। হোসেন আলী মিস্ত্রি-মাজেদা দম্পতি কৌশল/ষড়যন্ত্রের ধারাবাহিকতায় চেয়ারম্যান, থানা, ডিবি অফিস ও আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একেরপর এক মিথ্যা অভিযোগ দিয়ে সীমাহীন হয়রানী করে চলেছে জমির মালিক পরিবারটিকে। ওই সকল অভিযোগ ও মামলা সকল প্রতিষ্ঠান ও আদালতে মিথ্যা প্রমানিত হওয়ার পর ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এমতাবস্থায় হয়রানী হতে মুক্তিসহ জমির দখল ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এ পরিবারটি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজমা বেগম। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী নুরমোহাম্মাদ ও শিশু পুত্র আবেদুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত