এনসিআরবি সদস্যদের সাথে

বাগেরহাটে বার্ষিক জলবায়ু বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫৯ পিএম, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৭০৫

নেটওয়ার্ক ফর কাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ (এনসিআরবি) এর বাগেরহাট জেলা কমিটির সদস্যদের নিয়ে এলাকার বার্ষিক জলবায়ু বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা শহরের খারদ্বারস্থ উদয়ন বাংলাদেশের কার্যালয়ে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) এর আয়োজনে এবং জার্মানির স্বেচ্ছাসেবি সংগঠন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর সহযোগিতায় এ সভা হয়।

এনসিআরবি-র বাগেরহাটের সভাপতি শেখ আসাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ সামছুুদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নিলুফা আক্তার ইতি, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসরিণ রহমান, দফতর সম্পাদক লাবনী গাইন, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আলী আকবর টুটুল, জলবায়ু বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হালিমা খাতুন, কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক এসএস শোহান, শিক্ষা, সিডিপির আ,জ,ম রাশেদসহ আরও অনেকে।

বাংলাদেশের জলবায়ু আইনের যথাযথ প্রয়োগ ও জলবায়ুর ক্ষতি কমিয়ে আনার জন্য বিস্তারিত আলোচনা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত