পিরোজপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি 

আপডেট : ০৯:০৮ পিএম, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৭৮৯

পিরোজপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।

সভার শুরুতেই জানুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী উপ-পুলিশ পরিদর্শক ০৬ জন, সহকারী উপ পুলিশ পরিদর্শক ১০ জন এবং টিএসআই ০১ জন । মোট ১৭ জনের মাঝে পিরোজপুর পুলিশ সুপার নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

এ সময় পুলিশ সুপার বলেন ভবিষৎতে আরো ভাল কাজ করার পরামর্শ প্রদান করেন এবং ভাল কাজ করলে পুরস্কার প্রদান করা হবে। থানা এলাকায় আইন শৃংঙ্খলার যাতে অবনতি না হয়। কোন অবস্থাতেই যেন কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে তা কঠোরভাবে নজর রাখতে হবে। এ ব্যাপারে সকল অফিসার ইনচার্জদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পুরস্কার বিতরণী শেষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ মামলাসমূহের রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ গন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত