পিরোজপুরে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৮:০৬ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৬৭

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব),পিরোজপুরের উদ্যোগে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘যক্ষ্মা খুজবো ঘরে ঘরে, করব সুস্থ্য চিকিৎসা করে’। মঙ্গগলবার সকাল ১১টায় স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা নাটাবের সভাপতি এ্যাড. এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নিজাম উদ্দিন।

এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মোঃ নাজিম উদ্দিন, ব্রাক এর সদর উপজেলা ব্যাবস্থাপক মোশারেফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পিরোজপুরে ৩৫জন সাংবাদিক এ মতবিনিময় সভায় অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত