চিতলমারীতে চলছে স্বাধীনতা বই মেলা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৩:৩৮ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ | ১০১০

চিতলমারী উপজেলায় চলছে সপ্তাহ ব্যাপী স্বাধীনতা বই মেলা। এখানে ঢাকার ঐতিহ্য, অন্য প্রকাশ, অন্বেষা, বিদ্যাপ্রকাশ, ইত্যাদিসহ খ্যাতনামা প্রকাশনীর সাহিত্য ও গবেষণা ভিত্তিক বই প্রদর্শিত হচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে চিতলমারীতে এটাই প্রথম বই মেলার আয়োজন।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত ০৩ মার্চ থেকে শুরু হওয়া এই বই মেলা চলবে আগামী ০৯ মার্চ পর্যন্ত। উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে। এখানে প্রায় দেড়শ’ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ সাহিত্য নির্ভর বিভিন্ন ধরণের বই মুগ্ধ হয়ে দেখছেন। পছন্দের বইটি কিনে উপহার দিচ্ছেন আপনজনকে।

চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজিত এই বই মেলা সফল করতে সহযোগিতা করছে উপজেলা গণগ্রন্থাগার, চিতলমারী সাহিত্য পরিষদ, আকাশ-শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থা ও শিশু একাডেমী।


দর্শনার্থীরা জানান, মোবাইল ও ইন্টারনেট নির্ভর অস্থির সময়ে শিশু, কিশোর-কিশোরীসহ সবার জন্য এই ধরণের আয়োজন বেশি বেশি করা দরকার। এর আগে ২০০৪ সালের দিকে চিতলমারীতে ১৫দিন ব্যাপী হয়েছিল ‘ঐতিহ্য বই উৎসব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত