মোংলায় উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্যাবিনেট নির্বাচন

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৭:৩৪ পিএম, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | ৫২৪

সারা দেশের ন্যায় মোংলায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের সংসদ (ক্যাবিনেট) নির্বাচন সম্পর্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় এক যোগে শুরু হয় উপজেলার প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে । এখানে পৌর শহরসহ ইউনিয়নের ৩৩টি স্কুলে ছাত্র/ছাত্রীদের মধ্যে এ নির্বাচন সম্পন্ন হয়।। প্রতিটি স্কুলে ৮ জন করে নেতা নির্বাচিত হয়েছেন ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে।

এ নির্বাচনে অংশ নেয় এখানকার ৩৩টি স্কুলের প্রায় নয় হাজার শিক্ষার্থী। ভোট গ্রহন কালে সেন্টপলস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চিরঞ্জনজিৎ সরকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, বর্তমান সরকারের এ পদক্ষেপকে আমরা স্বগত জানাই, তার কারন এ স্কুল ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতা ও নেতৃত্বের সৃষ্টি হবে। এরা আগামীতে দেশ ও জনগনের কল্যানে কাজ করবে।

এসময় শিক্ষার্থীরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন,সরকার স্কুল পর্যায় ক্যাবিনেট নির্বাচন দিয়ে আমাদের নেতৃত্ব গঠন করার সুযোগ করে দিয়েছে তাই এমন সিদ্ধান্ত ছাত্র ছাত্রীদের আগামী দিনে সমাজে নেতৃত দেয়ার যোগ্য করে তুলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত