স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের স্বরনে

মোংলা ইপিজেড কর্তৃক রক্তদান কর্মসুচি পালিত

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৮:৩২ পিএম, রোববার, ২৪ মার্চ ২০১৯ | ২৩৯৯

অপারেশন সার্চলাইট নামক পাকিস্থানি হানাদার বাহিনীর বর্বর হত্যার শিকার বীর শহীদ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের স্বরনে রক্তদান কর্মসুচি পালন করেছে মোংলা রপ্তানী প্রক্রিয়াকরন অঞ্চল।

রোববার সকালে এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মোঃ নজিবুর রহমান। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, মোংলা রপ্তানী প্রক্রিয়া করন অঞ্চলের মহাব্যবস্থাপক মাহবুব আহম্মেদ ছিদ্দিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলমসহ ইপিজেড এর কর্মকর্তা গন।

মোংলা ইপিজেড এর মহা ব্যবস্থাপক মাহবুব আহম্মেদ ছিদ্দিক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর এর সহযোগীতায় উক্ত রক্তদান কর্মসুচিতে বেপজার কর্মকর্তা,কর্মচারী ও বিনিয়োগকারীরা সেচ্ছায় রক্তদান করেন। ওই কর্মসুচিতে রক্ত সংগ্রহের লক্ষ মাত্রা ১৫০ ব্যাগ থাকলেও রক্ত সংগ্রহ হয় ২৮৯ ব্যাগ। সংগ্রহকৃত রক্ত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি অসহায় রোগাক্রান্ত মানুষদের সেবায় ব্যবহার করবে বলে জানান আয়োজকরা। ১৯৭১ সালে শহীদদের স্বরনে বাংলাদেশের আটটি রপ্তানী প্রক্রিয়া করন অঞ্চলে একযোগে রোববার রক্তদান কর্মসুচি পালিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত