বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:০০ পিএম, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭ | ৯৪৫

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সরুইস্থ দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, মেহেবুবুল হক কিশোর, আইয়ুব আলী মোল্লা, এস এম সাজ্জাদ হোসাইনসহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দল কখনোই কারো সাথে মাথা নতো করেনি। বর্তমান সরকার প্রতিটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। যতই অত্যাচার নির্যাতন করুক না কেন বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপি আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় যাবে সেই লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত