বাগেরহাটে দু’দিন ব্যাপী শিশু মেলা শুরু

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:১১ এএম, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ | ৬৭৮

বাগেরহাটে বাংলা নববর্ষ উপলে দু’দিন ব্যাপী শিশু আনন্দ মেলা শুরু হয়েছে। সোমবার সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস এ মেলার উদ্বোধন করেন। “চাই সকল শিশুর আনন্দময় ও নিরাপদ শৈশব” এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাট জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, শিানুরাগী অধ্যাপক মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়ন কর্মী রিজিয়া পারভীন প্রমুখ।

সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এ মেলা মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হবে। এ মেলায় চিত্রাংকন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, শিশু নাট্য, লোকনৃত্যু ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত