ফকিরহাটে পারস্পরিক শিখন কর্মশালা

আপডেট : ০৫:১৬ পিএম, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ | ৪৯৭

টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জন, জন অংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন ১নং বেতাগা ইউনিয়ন পরিষদের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা মঙ্গলবার দুপুর ১২টায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান স্বপন দাশ। (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট এলজিএসপি-৩ ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন। সিআইজি ফোরামের সধারন সম্পাদক শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউপি সচিব মোঃ আবু হানিফ, সদর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্ধার্থ শংকর ব্যানাজী, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার, মঞ্জুয়ারা বেগম, ইউপি সদস্য মোঃ ইদ্রিস গাজী, বেতাগা ইউপ সদস্য জামাল উদ্দিন ফকির, মোসাঃ রাফেজা বেগম প্রমূখ।

এসময় মাগুরাঘোনা ইউপি সদস্য আঃ আলিম শেখ, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মুনসুর আলী শেখ, মোঃ মাহবুর রহমান, মোঃ আলমগীর কবির, ফতেমা বেগম, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, প্রদ্যুৎ কুমার দাশ সহ বিভিন্ন স্ট্যাডিং কমিটির সভাপতি সদস্য গনমাধ্যমকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত