রামপালে ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যদের হামলায় আহত-১০

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৫:৪৩ পিএম, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ | ১২০০

রামপালে সরকারি খাল খনন সংক্রান্ত বিরোধের জের ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যদের হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলার বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ আলী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গিলাতলার শ্যামখালী খাল খননের সময় স্থাণীয় গ্রামবাসীর মৎস্যঘেরের বাঁধ ও সরকারি রাস্তা স্কেবেটর মেশিন আনা নেওয়ায় ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় বুধবার বিকাল ৪টায় স্থানীয় গ্রামবাসীর সাথে বিরোধ সৃষ্টির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাঁশতলী ইউপির অস্থায়ী কার্যালয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নৌ-বাহিনীর প্রতিনিধির সম্মুখে মিমাংসা করে দেওয়া হয়। এরপরই সহ-ঠিকাদার সোহাগ শেখের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী স্থাণীয় ৫নং ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমানকে বেধড়ক মারপিট শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এসময় ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান (৪০), মল্লিক মুক্ত (৩৫), মল্লিক মামুন (২৮), ফকির রাসেল (৩২), শেখ শহিদ (৩৮), প্রিতিশ মিস্ত্রী (২৮), মল্লিক ইমরান (২৩) এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ঠিকাদার সোহাগ শেখ (৩৩), সোহেল সরদার (৩০) ও আজমল শেখ (৩৩) আহত হন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে ছুটে যান।

এ ব্যাপারে রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই এবং জেলা পুলিশ সুপারের নির্দেশে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে, হামলাকারীদের কয়েকজনকে পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত