অবুঝ শিশুর নিরব যন্ত্রণা!

গাজী ইলিয়াছ, পটিয়া , চট্টগ্রাম

আপডেট : ০২:০৭ পিএম, বুধবার, ১৫ মে ২০১৯ | ১৩০৩

সচিবালয়ের দেয়াল ঘেষে ছিল তারা, অপরাহ্ন ২.৩৫ মিনিটের সময় তোলা এ ছবি ! জিজ্ঞাসাবাদে যা বলল লাল মনিরহাট থেকে এসেছে, ছেলেদের বাবা নাকি অসুস্থ! খেতে পারে না, তাই ঢাকায় চলে এসেছে। মা দোষ করেছে, বাবা দোষ করেছে এ তিন অবুঝ শিশুর কাছে সরকারসহ আমরা যে সকল সক্ষম ও ক্ষমতার মালিকেরা এ পথ দিয়ে চলছি তাঁরাও কি দোষী নয়?

গরমে যেখানে দাঁড়িয়ে থাকা মুশকিল সেখানে গরম ঈটের ফুটপাতে এ তিন অবুঝ শিশু কিভাবে ঘুমিয়ে আছে জানিনা? অবুঝ শিশুদের এ নীরব যন্ত্রণার কাছে দেশ আজ ধরাশায়ী! এ জন্যই এ প্রকৃতি আজ এতো বিক্ষুব্ধ! আপনার সড়ক দুর্ঘটনা, আগুন,ধর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ এরকম অবুঝ অসহায় শিশুদের নিরব যন্ত্রণা থেকেই সৃষ্টি হয় বলে মনেকরি। এদেরকে কোন কারণে গ্রেফতার করলেও খুশী হতাম। এভাবে থাকার চেয়ে জেল খানায় অরো ভালো থাকবে বলে মনেকরি। ক্ষমতার যেখানে বসবাস সেখানে অবুঝ অসহায় শিশুসহ তাদের মায়ের এইরকম বসবাস বা এ পরিনতি কি মেনে নেয়া যায়?

সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। ক্ষমতার খুব নিকটে এ চিত্র খুবই বেমানান। দয়াপূর্বক ব্যবস্থা নিন সহয়তা দিন মৌলিক চাহিদার সূরক্ষা দিন!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত