মোংলায় জাল টাকা পাচারকারী চক্রের সদস্য আটক

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৮:৪৯ পিএম, বুধবার, ২২ মে ২০১৯ | ২৬১০

এক হাজার টাকা মুল্যের ১৮টি জাল নোটসহ মোংলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেট থেকে এক জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টায় মোংলা থানার উপ পরিদর্শক আবদুল আহাদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অমল কৃষ্ণ শীল নামে জাল টাকা চক্রের সক্রিয় ওই সদস্য কে আটক করে।


পুলিশ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়, অমল কৃষ্ণ শীল দির্ঘ দিন জাল টাকা তৈরী ও সরবরাহের সাথে জড়িত। এর আগে মোড়েলগঞ্জ উপজেলায় জাল টাকাসহ আটক হয় সে। এ বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় অমল কৃষ্ণ শীল জামিনে রয়েছে। ঈদকে সামনে রেখে একটি চক্র মোংলায় জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় রয়েছে। পুলিশ ওই চক্রের সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রাখবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আটক অমল কৃষ্ণ শীল মোড়েলগঞ্জ উপজেলার কালীকাবাড়ী এলাকার বাসীন্দা নির্মলশীল’র পুত্র। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত