নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে

বাগেরহাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:২২ পিএম, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ | ৭১১

নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাগেরহাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা আড়াইটায় প্রায় তিন’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের গোপাল জিউর মন্দিরে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হয়ে পূর্ণলাভের আশায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটানে অংশ নেন। এছাড়া বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুরের শিববাড়ী মন্দির এবং বাগেরহাট শহরের শ্রী শ্রী গোবিন্দ মন্দিরেও রথযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুলাই জগন্নাথ দেবের উল্টোটান অনুষ্ঠিত হবে।

রথটানের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, বাগেরহাট ক্যাবের সভাপতি সাংবাদিক বাবুল সরদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় প্রমুখ।

রথযাত্রা উপলক্ষে পূজা অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, রামায়ণ, কীর্তন গানসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া রথযাত্রা উপলক্ষে বসেছে মাসব্যাপী মেলা।

বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাম বলেন, প্রতি বছর আষাঢ় মাসের শুকাপরে দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে থাকে। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটান অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলে মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। নয়দিন পরে জগন্নাথ দেবের উল্টো রথটান অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত