বাপাউবোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ভাঙন এলাকা পরিদর্শন

শরণখোলায় গাবতলার ভাঙা বাঁধের মেরামত শুরু

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৫২ পিএম, সোমবার, ৮ জুলাই ২০১৯ | ২৩৪৬

শরণখোলার গাবতলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে দুটি এস্ক্যাভেটর মেশিন দিয়ে ভাঙনে মাটি ভরাটের কাজ চলছে। জায়গাটি অধিক পরিমানে গভীর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং কাছাকাছি মাটি না থাকায় দ্রুত কাজ করা সম্ভব হচ্ছেনা বলে বাঁধ উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, দুপুরে পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। পিরদর্শন দলে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) খুলনা জোনের প্রধান প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, খুলনা সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন ও বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান।


উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) শরণখোলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী শ্যামল দত্ত বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মাটির অভাবে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করা যায় তিন-চার দিনের মধ্যে ভাঙন মেরামত করা সম্ভব হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ ভাঙন কবলিত গাবতলা ও পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।

বাপাউবোর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ভাঙন এলাকায় দ্রুত রিংবাঁধ নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়নকারী চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। নতুন করে জমি অধিগ্রহন হলে সাউথখালীর বগী ও গাবতলায় পুর্ণাঙ্গ বাঁধ নির্মাণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনি ও রবিবার পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শরণখোলা বেড়িবাঁধের সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকার প্রায় ৩০০ মিটার নদীতে বিলিন হয়ে যায়। ভাঙনে সড়ক, দোকানপাট, গাছপালা, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত