৩ দিনের ব্যবধানে র‌্যাব-৬ এর অভিযানে

রামপালে ইয়াবাসহ আটক-১

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৪:১৮ পিএম, বুধবার, ১০ জুলাই ২০১৯ | ১৫৩৫

মাত্র তিন দিনের ব্যবধানে র‌্যাব-৬ এর অভিযানে আবারো ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক স¤্রাট আল-মামুন মোড়ল (২৬) কে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় বুধবার বিকাল পৌনে ৫ টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে র‌্যাব-৬ এর ডিএডি আব্দুল মতিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৬ খুলনা ও রামপাল থানা সূত্রে জানা গেছে, স্পেশাল কোম্পানির ডিএডি আব্দুল মতিন খুলনা-মোংলা মহাসড়কের ঝনঝনিয়া বাজারের পাশে মঙ্গলবার রাত ১১ টা ২০ মিনিটের সময় একটি রাস্তায় টহল দিচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝনঝনিয়া গ্রামের কহিনুর মোড়লের পুত্র আল-মামুন মোড়লকে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

আটক আল-মামুন জানায়, তিনি পরিস্থিতির শিকার। তাকে বগুড়া বিলের আজাদ, হাতিরবেড়ের কাসেম ও রণসেনের বাবু ইয়াবার প্যাকেটটি দিয়ে মোংলায় নিয়ে যাওয়ার কথা বলেছিল। পথে র‌্যাব বাহিনী তাকে ইয়াবাসহ আটক করেন।

রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করেন। ৩ দিনের ব্যবধানে রামপালে ইয়াবার চালান আটক হওয়ায় রামপালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত