সুন্দরবন সংলগ্ন নদ নদীতে

মৎস্য সম্পদ রক্ষায় ব্যাবস্থা নিবে মোংলা উপজেলা প্রশাসন

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৫:৩৬ পিএম, বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ৫৬০

সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় নিয়মতান্ত্রিক সবোর্চ্চ অভিযান পরিচালনা করার ঘোষনা দিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। জাতীয় সৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে বুধবার সকালে নির্বাহী কর্মকর্তার দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ ঘোষনা দেন তিনি।

মতবিনিময় সভায় প্রজনন মৌসুমে মৎস্য সম্পদ রক্ষায় করনীয় ও মাছের ক্ষতিকর বিভিন্ন বিষয়ে উন্মক্ত আলোচনা করা হয়। সভায় বক্তরা বলেন, মোংলা পৌরশহরসহ উপজেলা বিভিন্ন বাজারে অহরহ নেটজাল, কারেন্টজাল ও কিটনাশক বিক্রি হচ্ছে। ক্রয় সহজলব্য হওয়ায় জেলেরা ওইসব নিষিদ্ধ জাল আর কিটনাশক দিয়ে বন সংলগ্ন নদ নদীতে মাছ ধরতে গিয়ে ধবংস করছে সুন্দরবনের মৎস্য ভান্ডার। এর ফলে এখই উপকুলীয় অঞ্চলে মাছের অকাল দেখা দিয়েছে। সভার শুরুতে সাংবাদিকদের সামনে মৎস্য সপ্তাহের কর্মসুচী তুলে ধরেন মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) এ জেড এম তৌহিদুর রহমান।

আলোাচনায় অংশনেন, মোংলা প্রেসকাবের সাধারন সম্পাদক হাসান গাজী, সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন আমু, বর্তমান সহ সাধারন সম্পাদক মাহমুদ হাসান, সাবেক ভাইস চেয়াম্যান মোঃ নুর আলম,সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন,ও মনিরুল ইসলাম দুলু। এ সময় উপস্থিত ছিলেন, সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারজিনা বেগম, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হাওলাদার, চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, যুব উন্নোয়ন কর্মকর্তা মোঃ সেলিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, সাংবাদিক মাসুদুর রহমান, সাংবাদিক মাসুদ রেজা সহ আরো অনেকে। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য সম্পদ ধবংস কারী সকলকে চিহ্ণিত করতে সাংবাদিকদের সহযোহীতার আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত