জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপন করার আহবান

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৭:৪৩ পিএম, শনিবার, ২০ জুলাই ২০১৯ | ৬০৮

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপন করতে হবে। প্রকৃতির উপর অত্যাচার করলে প্রকৃতি তার প্রতিশোধ নেয়। সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সুন্দরবনের বৃক্ষ ও মৎস্য নিধনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখাতে হবে। মোংলাপোর্ট পৌরসভাকে স্মার্ট সিটি হতে হলে একই সাথে গ্রীণ সিটি এবং কিন সিটি হতে হবে। ২০ জুলাই শনিবার সকালে মোংলার পৌর কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এ কথা বলেন।

বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসকাবের সাবেক সভাপতি এম এ মোতালেব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, ইউপি চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হোসেন, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী,মোংলা প্রেসকাবের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, ইমান হোসেন, আঃ কাদের, খোরশেদ আলম, জাহানারা বেগম প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত