চিতলমারীতে ‘ছেলেধরা’ সন্দেহে কাউকে না মারতে মাইকিং

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:১৬ পিএম, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | ৪৩৬

বাগেরহাটের চিতলমারীতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অপরিচিতদের না মারার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল হতে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। মাইকে বলা হয় এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে পুলিশে খবর দিতে। সেই সাথে আইন নিজেদের হাতে তুলে না নিতে সবাইকে অনুরোধ করা হয়। গুজব ছড়িয়ে দেশে বা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। গণপিটুনি দিয়ে মৃত্যুর ঘটনা গুরুতর ফৌজদারী অপরাধ। আইন নিজের হাতে তুলে নেয়া দন্ডনীয় অপরাধ। এসব থেকে সবাইকে বিরত থাকতে বলা হচ্ছে।


এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগার গুজবকে কেন্দ্র করে দেশে সম্প্রতি গণপিটুনিতে মানুষ মারার ঘটনা ঘটছে। ছেলে ধরা গুজব প্রতিরোধের জন্য আইজিপি স্যার ও পুলিশ সুপার স্যারের নির্দেশে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা শুরু করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত