ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:১২ পিএম, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯ | ৫৩৭

ফকিরহাট কাজী আজহার আলী ডিগ্রি কলেজ, কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, শিরিহক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আট্টাকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বুধবার পৃথকভাবে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি’ ‘ সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট প্রদানের মাধ্যমে প্রচার প্রচারনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র সহ শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পৃথক অনুষ্ঠানে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সভাপতিত্ব করেন। এরা হলেন ুকাজি আজহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম আঃ মান্নান, শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ ও আট্টাকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুর দাশ রায়।


  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত